সরকার গঠনে ব্যর্থ প্রধানমন্ত্রী, নেপালে নতুন নির্বাচন

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২১, ০৭:২১ পিএম সরকার গঠনে ব্যর্থ প্রধানমন্ত্রী, নেপালে নতুন নির্বাচন

নেপালে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, শনিবার (২২মে) প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বা বিরোধী দল নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা কেউই নতুন সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বর থেকেই পার্লামেন্টের সমর্থন হারিয়ে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৬৯ বছর বয়সী প্রধানমন্ত্রী অলি। গত সপ্তাহে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পাওয়ায় আবারও পদ ফিরে পান তিনি। তবে এবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন। 

শনিবার হুট করেই নির্বাচনের ঘোষণার দিয়ে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট। আগামী ১২ নভেম্বর প্রথম এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নেপালে। 

নতুন করে আস্থা ভোট আয়োজনের জন্য এক মাস সময় হাতে থাকলেও, অলিকে সরকার গঠনের সুযোগ দিতে প্রেসিডেন্ট তড়িঘড়ি করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করছে বিরোধী দলগুলো। 

এদিকে নেপালে প্রতিদিন প্রায় ২০০ করোনা রোগীর মৃত্যু হচ্ছে। করোনায় বিপর্যস্ত দেশটিতে অক্সিজেন এবং টিকার তীব্র সংকটের মধ্যে রাজনৈতিক সংকট নতুন বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও সংবাদ