চীনে উত্তর-পশ্চিমের পর্বত এলাকায় বিরূপ আবহাওয়ার মধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। কণকণে ঠাণ্ডা আর বৃষ্টিতে এ পর্যন্ত ২১ প্রতিযোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় শনিবার গানসু প্রদেশের পর্যটন স্থান ইয়েলো রিভার স্টোন ফরেস্টে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ম্যারাথন দৌড় আয়োজন হয়। তবে প্রবল বৃষ্টির মধ্যে ১৭২জন দৌড়বিদ নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রতিযোগিতাটি বন্ধ করে দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ১৫১ জন প্রতিযোগীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে আটজন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, রবিবার (২৩ মে) উদ্ধারকারী দল প্রতিযোগীদের মরদেহ খুঁজে পায়। তবে শনিবার রাত থেকে আবহাওয়ার আরও অবনতি ঘটে। তাপমাত্রা আশংকাজনকহারে কমে যাওয়ায় ব্যহত হচ্ছে উদ্ধার কাজ।
বেইন শহরের মেয়র ঝাং জুচেন জানান, দুর্ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১,২০০ উদ্ধারকর্মী।