মাউন্ট নিরাগঙ্গের অগ্নুৎপাতের পর ফুটন্ত লাভা ছড়িয়ে পড়েছে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর গোমা শহরে। শনিবার রাতে অগ্নুৎপাতের কারণে আশেপাশের বাড়িঘর ছেড়ে পালিযয়েছেন হাজার হাজার মানুষ।
বিবিসি জানায়, লাভার স্থানীয় বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নুৎপাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী শহরে সেক-এ আশ্রয় নিয়েছেন ৫ হাজার মানুষ। এছাড়াও সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশ রুয়ান্ডাতেও ২৫ হাজার লোক আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
রোববার পর্যন্ত অগ্নুৎপাতের কারণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। এছাড়াও ১৭০ শিশু নিখোঁজ হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে প্রায় ৫০০ ঘরবাড়ি।
নিরাগঙ্গ আগ্নেয়গিরিটি গোমা শহর থেকে প্রায় ছয় মাইল দূরে অবস্থিত। এর আগে ২০০২ সালে এই আগ্নেয়গিরিতে সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে। এতে প্রায় ২৫০ জন নিহত হয়। গৃহহীন হয় ১ লাখ মানুষ।