দুর্বল হতে শুরু করেছে ইয়াস

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৪:২০ পিএম দুর্বল হতে শুরু করেছে ইয়াস

উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানার পর দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার বেলা ১১টার দিকে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার বেগে ওড়িশা উপকূল অতিক্রম করে ঝড়টি।

আবহাওয়া অফিস জানায়, আগামী ছয় ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম ঝাড়খন্ডের দিকে এগোবে ইয়াস। উপকূলে ভূমিধসের সম্ভাবনা কমলেও বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া বিরূপ আবহাওয়ায় জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএনআই জানায়, ইয়াসের প্রকোপে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল। ওড়িশায় কিছু অঞ্চল প্লাবিত হলেও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঝড়ের আগেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা থেকে প্রায় ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এমন আশঙ্কায় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার।

আরও সংবাদ