সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, উত্তাল বাগদাদ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৫:৫৯ পিএম সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, উত্তাল বাগদাদ

সরকারবিরোধী আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে গুলি চালিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী।

আল-জাজিরা জানায়, এ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে একজন বিক্ষভকারী নিহত হয়েছে। আহত হয়েছে সাত পুলিশ সদস্যসহ ২১ জন আহত হন।

৯ মে নিরাপত্তা বাহিনীর হাতে ইরাকী অ্যাক্টিভিস্ট জাওয়াদ আল ওয়াজনির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে বাগদাদে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তাহিরির স্কয়ারে এ ঘটানার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়।

বাগদাদের রাস্তায় জড়ো হন কয়েকশো আন্দোলনকারী। প্রধানমন্ত্রী মোস্তফা-আল-কাজেমির বিরুদ্ধে স্লোগান দেন তারা।

সন্ধ্যার দিকে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর চড়াও হলে দুপক্ষের সংঘর্ষ বাধে। সামাজিক মাধ্যমের ভিডিওতে পুলিশকে টিয়ার গ্যাস, আগুন দিয়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

২০১৯ সাল থেকে ইরাকে সরকারবিরোধী বিভিন্ন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ছয় শতাধিক আন্দোলনকারী।

বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে ইরাকে প্রতিদিনই সরকারবিরোধী আন্দোলন জোরালো হচ্ছে।

আরও সংবাদ