স্থলভাগে আঘাত হানার পর থেকেই ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার (২৬ মে) ১২ টায় শেষ হতে যাচ্ছে ইয়াসের তাণ্ডব।
ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গে হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম ঝাড়খন্ডের দিকে আগানোর কথা ছিল ঘূর্ণিঝড়টির। তবে গতিবেগ কমে যাওয়ায় ওড়িশার পার হওয়ার পরই গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে ইয়াস।
বঙ্গোপসাগরে উৎপত্তির পর সোমবার সকাল থেকে উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আবহাওয়া বিপর্যয় শুরু হয়। প্রায় ৬৩ ঘণ্টার তাণ্ডবের পর বুধবার বিকেলে এর প্রকোপ কমতে শুরু করে।
বার্তা সংস্থা এএনআই জানায়, ইয়াসের প্রকোপে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল।
ওড়িশায় কিছু অঞ্চল প্লাবিত হলেও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।