মোদি-মমতার বিরোধ

মুখ্য সচিবের বদলি আটকে দিল রাজ্য সরকার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৫:৪৫ পিএম মুখ্য সচিবের বদলি আটকে দিল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ নিয়ে ভারতের কেন্দ্র সরকারে সঙ্গে বিরোধে জড়াল রাজ্য সরকার।

সম্প্রতি এক নির্বাহী আদেশে মুখ্য সচিবকে দিল্লিতে বদলির নির্দেশ দেওয়া হলেও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে মমতা জানান, করোনা সংকটের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার মুখ্য সচিবের বদলির সিদ্ধান্ত অনুমোদন করতে পারছে না। এই বদলি আদেশ প্রধানমন্ত্রীর ‘একতরফা সিদ্ধান্ত’ বলেও উল্লেখ করেছেন তিনি।

আগাম নোটিশ ছাড়াই মুখ্য সচিবের বদলির ফলে রাজ্যের জনগণের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যের সাম্প্রতিক মৃত্যুতে শোকাহত আছেন এবং করোনা পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গে তার মেয়াদ তিন মাস বাড়ানো প্রয়োজন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির পরাজয়ের পরই মুখ্য সচিবের বদলির নির্দেশ দেয় কেন্দ্র।

এ ঘটনার পর ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিরূপণে প্রধানমন্ত্রী মোদি রাজ্যে সফরে এলেও তার সঙ্গে বৈঠক এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও সংবাদ