ভারতের জন্য কাশ্মীরের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করবে না পাকিস্তান

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৮:৫৭ পিএম ভারতের জন্য কাশ্মীরের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করবে না পাকিস্তান

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক সংবাদ সম্মেলনে ইমরান জানান, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ কাশ্মীরিদের স্বাধীনতার সংগ্রামকে উপেক্ষা করা। আর তাই ভারতের সঙ্গে সুসম্পর্কের জন্য কাশ্মীরের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করতে পারবে না পাকিস্তান।

আল-জাজিরা জানায়, নয়াদিল্লি যদি ভারত-শাসিত কাশ্মীর অঞ্চলের স্বায়ত্তশাসনের অধিকার ফিরিয়ে দেয় তবেই পুনরায় দ্বিপাক্ষিক আলোচনা শুরু করবে ইসলামাবাদ।

সংবাদ সম্মেলনে ইমরান বলেন, “এতে কোন সন্দেহ নেই যে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পাকিস্তানের বাণিজ্যের উন্নতি হবে। তবে সেটা হবে কাশ্মীরের লাখো শহীদের রক্তের অবমাননা। আর তাই এটি কখনো হতে পারে না।”

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় কাশ্মীরে ভারতীয় সেনা নিহতের জেরে এ অঞ্চলের স্বায়ত্তশাসন রদ করে ভারত। সেবছর ৫ আগস্ট থেকে কেন্দ্র কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনে নরেন্দ্র মোদীর ভারত সরকার।

একই বছর ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সব ধরনের কূটনৈতিক সম্পর্কের ইতি টানে পাকিস্তান।

যদিও এ বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্ততায় সীমান্তে সংঘাত বন্ধে অস্ত্রবিরতিতে একমত হয় দুপক্ষ। এর মাধ্যমেই পুনরায় ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়।

আরও সংবাদ