দিল্লিতে জুনে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২১, ০২:২৭ পিএম দিল্লিতে জুনে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

জুন মাসের হিসাবে মঙ্গলবার শহরটিতে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ, যা সচরাচর থাকা তাপমাত্রার চেয়ে অন্তত ১০ ডিগ্রি কম।

আবহাওয়ার এমন অবস্থাকে জলবায়ু পরিবর্তনের ফল বলেছেন আবহাওয়াবিদরা।

এর আগে শহরটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সেটাও ১৬ বছর আগে ২০০৬ সালের ১৭ জুন।

দিল্লিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা অন্য দিনের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস কম।

আইএমডির আঞ্চলিক অফিসের প্রধান কুলদ্বীপ শ্রীবাস্তব বলেন, রাতভর বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে দিল্লিতে জুনে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। এদিন ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

দিল্লিতে মে মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৩ বছরের সর্বনিম্ন।