চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশে ক্ষুব্ধ মালয়েশিয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২১, ০৬:১১ পিএম চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশে ক্ষুব্ধ মালয়েশিয়া

চীনের বিমানবাহিনীর বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে মালয়েশিয়া। স্থানীয় সময় সোমবার দক্ষিণ চীন সাগরের মালয়েশিয়ার অংশে চীনের ১৬ টি যুদ্ধবিমান প্রবেশের পর বিরোধে জড়ায় দুপক্ষ।

বিবিসি জানায়, পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে এই বিমান মহড়া চালায় চীন। এর প্রতিবাদে মঙ্গলবার চীনা রাষ্ট্রদূতকে তলব করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন । চীন মালয়েশিয়ার আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মালয়েশিয়া এ ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করলেও, চীনের দাবি আন্তর্জাতিক আইন মেনেই মহড়া চালাচ্ছে সামরিক বাহিনী।

মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই, তাইওয়ান এবং ভিয়েতনাম এই সবগুলো দেশিই দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত। যদিও এই পুরো সমুদ্রসীমায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে চীন। গত কয়েক দশক ধরেই এ অঞ্চলে উত্তেজনা বাড়ছে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার বিমান বাহিনী জানায়, সোমবার বেলা ১২টার দিকে মালয়েশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের সামরিক বিমানের অনুপ্রবেশ ধরা পড়ে। এসময় চীনা পাইলটদের পরিচয় দেওয়ার আহ্বান জানানো হলে বিমানগুলো গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায়।

আরও সংবাদ