ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম করোনায় আক্রান্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২১, ০২:৪৫ পিএম ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম করোনায় আক্রান্ত

ভারতের স্বঘোষিত ধর্মগুরু ও ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত গুরমিত রাম রহিমের করোনা শনাক্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, রোববার হরিয়ানার একটি হাসপাতালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

৩ জুন রাম রহিম পেটে ব্যথার অভিযোগ করলে তাকে স্থানীয় পিজিআইএমএস হাসপাতালে পরীক্ষা করানো হয়। সে সময় কোভিড পরীক্ষা করতে অস্বীকার করেন তিনি।

এরপর রোববার গুরুতর গ্রামের মেদন্তায় পুলিশ প্রহরায় হরিয়ানার হাসপাতালে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার। এ সময় একটি পরীক্ষায় ৫৩ বছর বয়সী এই ধর্মগুরুর করোনা ধরা পড়ে।

২০১৭ সালের ২৫ আগস্ট আলোচিত ধর্ষণ ও হত্যা মামলায় ভারতের ধর্মীয় সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম অভিযুক্ত প্রমাণিত হন।

দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের জেল এবং সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।

আরও সংবাদ