বিশ্বের ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্মেলনে চীনকে ঠেকাতে জোটকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসিকে জানায়, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নে বেইজিংয়ের বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। যুক্তরাজ্যে আয়োজিত ৪৭তম জি-৭ বৈঠকে চীনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুন জোট গঠনেরও পরিকল্পনা পেশ করেছেন বাইডেন।
এই অধিবেশনে বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তারকেই বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে জি-৭। বেইজিংয়ের বেল্ট-অ্যান্ড-রোড উদ্যোগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে কোটি কোটি ডলার বিনিয়োগকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছে পশ্চিমা জোট।
এছাড়া জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করায় চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রসহ জোটের অন্যান্য সদস্য।
পাশাপাশি সম্মেলনে ভবিষ্যতে মহামারি প্রতিরোধে নতুন পরিকল্পনা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বনেতারা। এসব পদক্ষেপের মধ্যে বিভিন্ন দেশে ১০০ দিনের মধ্যে কোভিড-১৯-এর টিকা এবং চিকিৎসা সেবা নিশ্চিতের পরিকল্পনাই বেশি প্রাধান্য পাচ্ছে।
কর্নওয়ালের কার্বিস বে সমুদ্র উপকূলবর্তী রিসর্টে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এই আয়োজনের উদ্বোধন করেন।