২৮ আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ার উড়োজাহাজ

বিশ্ব ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ১২:৫৭ পিএম ২৮ আরোহী নিয়ে  নিখোঁজ রাশিয়ার উড়োজাহাজ

২৮ জন আরোহী নিয়ে রাশিয়ায় অভ্যন্তরীণ একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এএন-২৬ মডেলের উড়োজাহাজটি কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় নিখোঁজ হয় বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

তাসের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পেট্রোপাভলভস্ক থেকে পালানার দিকে যাচ্ছিল। কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজের বর্তমান অবস্থান জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ধারণা করা হচ্ছে, বিমানটিতে ২২ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

একটি সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। রাশিয়ান আরেক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পালানা শহরের কাছাকাছি একটি কয়লাখনির কাছে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে স্পষ্টভাবে এখনো কিছু জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ উড়োজাহাজের খোঁজে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

জাগরণ/এমএইচ