‘আমার ব্লাউজ-শাড়ি ছিঁড়ে দিয়েছে ’

বিশ্ব ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৭:০১ পিএম ‘আমার ব্লাউজ-শাড়ি ছিঁড়ে দিয়েছে ’

কলকাতা শহরে ভোটগ্রহণ চলছে। শহরের ১৪৪টি ওয়ার্ডে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন কলকাতাবাসী। ভোটের তিন ঘণ্টা যেতে না যেতেই বেশ কয়েকটি অভিযোগ উঠেছে।

বুথে চড়াও হয়ে মারধর ও বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তার শাড়ি, ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ২২ নম্বর ওয়ার্ডের মাহেশ্বরী বয়েজ স্কুলের ১৯ নম্বর বুথে।

অভিযোগ, এদিন ভোটগ্রহণ শুরু থেকেই বুথে চড়াও হয় শাসকদল আশ্রিত দুষ্কৃতকারীরা। বুথে চড়াও হয়ে তারা মীনাদেবী পুরোহিতসহ বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করে বুথ থেকে বের করে দেয়। এক বিজেপি কর্মীর অভিযোগ, মেরে তার ঠোঁটও ফাটিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, মীনাদেবী পুরোহিত অভিযোগ করেন, ‘তৃণমূলের প্রার্থী আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে। আমাকে বুথে যেতে দিচ্ছে না। আর একটা গুণ্ডা মেয়েকে নিয়ে এসেছে। সে আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। ধাক্কা দিয়েছে। বুকে মেরেছে।’ গোটা এলাকাটাই তৃণমূলের গুণ্ডাবাহিনী দখল করে রেখেছে বলে দাবি তার। 

সূত্র: জিনিউজ।
এমইউ