ইউক্রেনের সেনাবাহিনীর হাতে রাশিয়ার আরও একজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। এই নিয়ে তিন জন রুশ জেনারেলকে নিহত হবার খবর জানিয়েছে দেশটি।
যদিও সবশেষ দাবি সম্পর্কে মস্কোর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
শুক্রবার (১১ মার্চ) ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর এক উপদেষ্টা জানিয়েছেন, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রুশ সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহতের নাম মেজর জেনারেল আন্দ্রেই কলোনিস্কভ। তিনি রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।
ইউক্রেনের সেনাবাহিনী এই টুইট বার্তায় দাবি করেছে, তাদের হাতে রুশ জেনারেল কলোনিস্কভ নিহত হয়েছেন। তবে কখন, কোথায় এবং কিভাবে মারা গেছেন সে বিষয়ে টুইটে কিছু বলা হয়নি। পশ্চিমা বেশ কিছু গণমাধ্যম এই খবরের সত্যতা যাচাইয়ের দাবি করেছে।
ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এই পর্যন্ত অন্তত তিন জন উঁচু পদের সেনা কর্মকর্তা নিহত হবার খবর পাওয়া গেলে।
জাগরণ/ইউক্রেনরাশিয়াপরিস্থিতি/এমএ