ওমিক্রনের দুইটি উপ ধরন বাড়াচ্ছে উদ্বেগ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২২, ০২:০৮ পিএম ওমিক্রনের দুইটি উপ ধরন বাড়াচ্ছে উদ্বেগ

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হবার পর শরীরে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে সক্ষম ওমিক্রনের দুটি উপ ধরন। তাই শঙ্কা দেখা দিয়েছে করোনার আরেকটি ঢেউয়ের।

তবে যারা টিকা নিয়েছে তারা অনেকটা নিরাপদ বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। ওমিক্রনের বি.এ পয়েন্ট-ফোর এবং বি.এ পয়েন্ট-ফাইভের নমুনা নিয়ে গবেষণা করা হয়।

গত মাসে এ দুটি সাব-ভ্যারিয়েন্টকে পর্যবেক্ষণে তালিকাভুক্ত করে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এতে আক্রান্ত ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত বছরের শেষে ওমিক্রনের বি.এ পয়েন্ট-ওয়ানে আক্রান্ত হন তারা। এদের মধ্যে ১৫ জন টিকা নেয়া। বাকিরা টিকা নেননি। বলা হয়, টিকা নেয়া ব্যক্তিরা এ দুটি ভ্যারিয়ন্টকে মোকাবেলায় পাঁচগুণ বেশি শক্তিশালী। টিকা না নেয়ারা ঝুঁকিতে আটগুণ।

দক্ষিণ আফ্রিকার গবেষকরা দেখতে পেয়েছেন ওমিক্রনের দুটি সাব-লিনিয়েজ ভ্যারিয়েন্ট আগের সংক্রমণ থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকেও এড়াতে সক্ষম।

এই দুই সাব-ভ্যারিয়েন্টের ক্ষমতা এতটাই বেশি যে নতুন করে সংক্রমণের ঢেউ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন গবেষকরা। তবে যারা টিকা নিয়েছেন তারা কিছুটা সুরক্ষা পাবে।

জাগরণ/বিশ্বস্বাস্থ্য/করোনাভাইরাস/এসএসকে/এমএ