ভারতে জ্বালানির দাম কমলো

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২২, ১২:৪৯ এএম ভারতে জ্বালানির দাম কমলো
প্রতীকী ছবি

ভারতে দীর্ঘদিন ঊর্ধ্বমূখী থাকার পর পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে সরকার। 

শনিবার (২১ মে) রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে খুচরা তেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

 

অর্থমন্ত্রী বলেন, পেট্রোলের আবগারি শুল্ক প্রতি লিটারে চার রুপি কমানো হয়েছে এবং ডিজেলে একইভাবে প্রতি লিটারে ছয় রুপি কমানো হয়েছে।

আবগারি শুল্ক কমানোয় ভারত সরকারের এক বছরে ক্ষতি হবে এক লাখ কোটি রুপি।

অর্থমন্ত্রী রাজ্যগুলিকে নতুন কমানো মূল্যে জ্বালানি তেল সাধারণ মানুষের কাছে সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২২ মে) সকাল থেকে দিল্লিতে পেট্রোলের দাম হবে প্রতি লিটার ৯৫ দশমিক ৯১ রুপি, যা ছিল ১০৫.৪১ রুপি। ডিজেলের দাম হবে ৮৯.৬৭ রুপি যা ছিল ৯৬.৬৭ রুপি। এছাড়াও, ঘরের গৃহিনীদের সুবিধার জন্য প্রতি সিলিন্ডারে ২০০ রুপি ভর্তুকি দিবে।

রাষ্ট্রীয় তেল শোধনকারী কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, ভারতের চারটি মেট্রো শহরের মধ্যে তেলের দাম সবচেয়ে বেশি মুম্বাইয়ে। ভ্যাট যুক্ত হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে তেলের দাম ভিন্ন হয়ে থাকে।

ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম দৈনিক ভিত্তিতে তেলের দাম পর্যালোচনা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই পর্যালোচনা হয়।

জাগরণ/আন্তর্জাতিক/কেএপি