৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ১২:১২ এএম ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ● ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে দেশটির নির্বাচন কমিশন তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। 

এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজায় হওয়ায় সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই-এর প্রধানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারায় তাকে অযোগ্য ঘোষণা করা হলো। একই সঙ্গে দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। 

এর আগে গত শনিবার রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি আদালত রায় ঘোষণার পরই তাকে লাহোরের বাড়ি জামান পার্ক থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। 

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে