আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন তিনি।
স্থানীয় সময় সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ট্রাম্প বলেন, ‘আমি বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।’
এর আগে ট্রাম্পকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আদালত। সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করতে চলেছেন তিনি। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এ প্রেসিডেন্ট।
ট্রাম্প এবং তার ১৮ সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথম তদন্ত শুরু করেছিলেন জর্জিয়ার প্রসিকিউটর ফানি উইলিস।
গেলো সপ্তাহে প্রকাশিত ৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ তালিকাভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পসহ বাকিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে