কথন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ১২:২৯ পিএম কথন

তুমি চাইলে দিতে পারি হাজারখানি রঙ
দিতে পারি কাঠগোলাপের ঘ্রাণ, 
চাইলে আমি দিতেই পারি 
অথৈ জলের ঢেউ;
দিতে পারি সাতজন্মের প্রাণ।

চাইলে তুমি হতেই পারি সুর
লিখতে পারি অময় গানের কলি।
দিতে পারি পারুল পারুল ভোর,
ভুলতে পারি যাবতীয় দিনগুলি।

তুমি যদি চাও আয়নার গুড়ো কাচে,
রক্তের ফোঁটা গোমেদের মতো গাঢ়। 
আমি দিতে পারি শাব্দিক হৃদস্পন্দন,
লিখে দিতে পারি কবিতার সমারোহ।

আর যদি, গোটা আমাকেই চেয়ে ফেলো
আমি হয়ে যাবো বৃক্ষের মতো স্থির,
ঠোঁট গলে যদি বলে ফেলো ভালোবাসি 
পত্রে পুষ্পে সাজাবো তোমার নীড়।