একবার জেগে অতঃপর
ঘুমের পাড়ায় মিশে গেছে চোখ
বহুদিন পর তাই এই বেলা জেগে ওঠার উদ্যোগ।
জেগেছে ভোর রাত্রির শেষে অন্যরকম সাজে
কোলাহলগুলো মিশে একাকার রৌদ্র কণার মাঝে।
পুলকিত মন খুশির স্নান বাসন্তি সমীর বহে দিকে দিকে হিল্লোলে
তারই সাথে পিউ পাপিয়া উল্লাসে সুর তোলে।
ঘুমের রাজ্যে ঘুমিয়ে সবাই দীর্ঘ রাতের বুকে
জ্যোৎস্নামাখা কপোল ভিজে নীল বেদনার সুখে।
হিমবাহে নিদারুন কষ্টের বেড়াজালে জমে যাওয়া জলাশয়
সব উষ্ণতা ভিজে একাকার পৌষের কুয়াশায়।
একবার জেগে অতঃপর
বিপন্ন সভ্যতার বেদীমূলে মানবতা মরেছে দিনে দিনে
মৃতদেহের ভাগ্যে জুটেছে হায়েনার বিভৎস ছোবল সংগোপনে।
জঘন্য যৌনাচারে ছিড়েছে যোনি জমা রক্ত চুয়ে...
সভ্যতা শুকিয়ে চৌচির তাই, মনুষ্যহীন মানবতা কী দিয়ে দেবে ধুয়ে?
অবাক পৃথিবী কত কিছুতে নির্বাক, তা জানি তুমি ও আমি
অনৈতিক সহবাসে সৃষ্ট প্রাণ কেউ ফেলে দেয় লজ্জায়, কেউ বুকে টানে বলে দামী।
বিধাতা হাসে অলক্ষে বসে, সে মর্ম বিধাতাই জানে আর কেহ নাহি জানে
বিধাতাকে তবু বিব্রত করতে না চাই, হরেক প্রশ্ন বানে!
অতঃপর! জাগবে কি মানবতা? সকল পঙ্কিলতার হবে অবসান?
ধরার ধুলিতে ছড়াবে সৌরভ, চারিদিকে ধ্বনিত হবে মানবিক জয়গান।