ক্রীতদাস

নীতুল জান্নাত নীতি প্রকাশিত: মে ২১, ২০২১, ০১:৫৬ পিএম ক্রীতদাস

এক লক্ষ জোনাকি গুনে রাখা ক্লান্ত চোখ দুটো যখন
ঘড়িতে বেঁধে রাখা অ্যালার্মের ভোরে,
রোজ একলা একশ দুপুরে
পিচঢালা পথের ক্রীতদাস হয়ে—

বেঁচে থাকে শেষ চায়ের কাপে।

ঠিক এখানে, দরজার ওপাশে, 
একশ অশরীরীর কান্নাকে গিলে ফেলে—
অপার্থিব এক স্বর্গদ্বারে অবশেষে
ফিরিয়ে দিয়েছি,
তোমার মতো কাউকে—
অথবা,
তোমাকে।