যা কিছু প্রিয় প্রসঙ্গ একান্ত অনুভব
দিয়েছি ঢেলে সব
সুখহীন-অপ্রেমের যাপন, প্রাত্যহিক অসার কলরব।
নিগূঢ় জীবন বোধ, তিল তিল গড়ে তোলা রাজকীয় বৈভব।
যা কিছু অনুষঙ্গে,
কবিতার প্রেম, সুখশয্যা-স্বপ্নঘোর,
যেটুকু আসঙ্গে—ব্যথা অনুপম, যন্ত্রণা অবোধ;
আস্তরণ খুলে খুলে সাজিয়েছো ভাঁজে ভাঁজে
অর্থহীন অলঙ্কারে;
নিকষ আঁধার সরিয়ে তৃষ্ণায় জেগেছে ঘুমহীন
অনন্ত নিষ্ফলা রাত।
এবার পূর্ণ করো অলক্ষ্যের ব্রত!
অপেক্ষায় আছে
আজানু প্রলম্বিত, অন্ধ অসাড় দুই হাত।