চলাচলে যেভাবে সতর্ক হবেন

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২১, ০২:৩৩ পিএম চলাচলে যেভাবে সতর্ক হবেন

ব্যস্ত জীবনে ছুটে চলতে হয় প্রতিনিয়ত। বাস, ট্রেন, লঞ্চ কোথায় না যেতে হয়। ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে ছুটতে হচ্ছে। তাড়াহুড়োতে বিপদও হচ্ছে। একটু অসতর্কতা, অবহেলায় ঘটে যায় দুর্ঘটনা। সারাজীবনের জন্য় হয়ে যায় পঙ্গু। তাই খেয়াল রাখতে হয় চারপাশে। জেনে নিতে হয়, কীভাবে চলাচলে দুর্ঘটনার শঙ্কা কমবে। 

  • কোথায় যাচ্ছেন তা আগে ঠিক করুন। কীভাবে গেলে পথে সময় কম লাগবে এবং আপনি সুরক্ষিতভাবে যেতে পারবেন তা পরিকল্পনা করে নিন।
  • বাসে কোথাও যাচ্ছেন? উঠার সময় ডান পা আগে দিন এবং নামার সময় বাম পা প্রথমে দিয়ে নামুন।
  • চলন্ত বাসে ওঠার চেষ্টা করবেন না। বাস স্টপেজে থামলেই লাইনে দাড়িয়ে উঠুন।
  • বাস থেকে নামার সময় তা আগে পুরোপুরি থামতে দিন এবং নিরাপদ স্থানে নামুন।
  • ট্রেনে ভ্রমণের সময় নিজের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন। 
  • অনেকে ট্রেন লাইন ধরে হাটেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন, ট্রেন লাইনের ডান দিক ধরে হাটবেন। কেননা ট্রেনটি তখন আপনার সামনে দিয়ে আসবে এবং আপনি তা আগেই দেখে সতর্ক হতে পারবেন।
  • লঞ্চ ভ্রমণে নির্ধারিত সময়ের আগেই ঘাটে পৌছাবেন। তাড়াহুড়ো করে উঠবেন না। ঘাটে সাবধানে পা ফেলুন। অসতর্কায় পা পিছলে কোনও দুর্ঘটনা হতে পারে।
  • গাড়ি চালানো সময় সিট বেল্ট এবং মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন অবশ্যই।
  • রিকশা দিয়ে কোথাও যাচ্ছেন। চালককে বলবেন বাঁ দিক দিয়ে চলতে। কেননা ডান পাশে বড় যানবাহন বাস, ট্রাক চলাচল করে। এতে দুর্ঘটনার শঙ্কা থাকে।
  • পথে হেটে যাচ্ছেন? অবশ্যই ফুটপাত দিয়ে হাটবেন। রাস্তার নেমে হাটলে যেকোনও সময় দুর্ঘটনা হতে পারে।
  • রাস্তা পার হওয়ার সময় দুই পাশ দেখে নিন। সিগনাল পড়লেই পার হবেন। অনেকে হাত দিয়ে গাড়ি থামিয়ে পার হওয়ার চেষ্টা করেন। যা দুর্ঘটনার শঙ্কা বাড়ায়।
  • রাস্তায় হাটার সময় মোবাইল বা ইয়ার ফোন ব্যবহার করবেন না। অনেকেই ইয়ার ফোন দিয়ে গান শুনে রাস্তায় চলাচল করেন। এতে গাড়ির সিগনাল শুনতে পান না। আবার মোবাইলে কথা বলতে বলতে হেটে চলেন। এতে গাড়ির গতিবেগের দিকে খেলায় থাকে না। তাই দুটোই এড়িয়ে চলুন।