তুমুল বৃষ্টিতে বের হওয়ার আগে যা করবেন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২১, ০৩:১৭ পিএম তুমুল বৃষ্টিতে বের হওয়ার আগে যা করবেন

ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। বর্ষাকালের নিয়মিত দৃশ্য এটি। হঠাৎ বাইরে বের হয়েছেন ঝুম বৃষ্টি নেমে গেল। কিংবা প্রয়োজনীয় কাজে যাবেন এর আগেই আকাশে মেঘ করে এলো, কিন্তু এই বেলায় বের হতেই হবে। কী করবেন, ভাবছেন? একটু গুছিয়ে নিন বৃষ্টির সময় বাইরে বের হওয়ার প্রস্তুতিগুলো।

  • বৃষ্টির বন্ধু ছাতা। তাই সঙ্গে ছাতা নিতে ভুলবেন না। ব্যাগে ছাতা নিয়ে নিন। ভালো মানের ছাতা ব্যবহার করবেন। সস্তা বা নিম্ন মানের ছাতাগুলো ঝোড়ো বাতাসে ভেঙে পড়তে পারে। তাই ছাতা কেনার আগে বিষয়টি মাথায় রাখুন।
  • মোবাইল ফোন বা প্রয়োজনীয় কাগজপত্র একটি প্লাস্টিকের ব্যাগে নিয়ে নিন। প্লাস্টিকের ব্যাগে থাকলে এগুলো ভিজে যায় না।
  • বৃষ্টিতে বের হচ্ছেন। সে অনুযায়ী পোশাক নির্বাচন করুন। সুতি কাপড়ের পোশাক ভিজে গেলে তা শুকাতে সময় নেয়। তাই জর্জেট বা অন্য় আরামদায়ক হালকা পোশাকই পরবেন।
  • বৃষ্টিতে বের হলে চুলগুলো ভালোভাবে বেঁধে নিন। প্রয়োজনে মাথায় অতিরিক্ত কাপড় দিয়ে বেঁধে নিতে পারেন। এতে বৃষ্টির পানি মাথায় পড়বে না। অনেক সময় ছাতা থাকলে বৃষ্টির পানির ছিটে মাথায় লাগে। এতে মাথাব্যথা হয়। তাই বিষয়টি খেয়াল রাখুন।
  • বৃষ্টিতে বের হলে সেই অনুযায়ী জুতা বা সেন্ডেল পরুন। যথাসম্ভব পাবন্ধ জুতো পরার চেষ্টা করুন। এতে রাস্তায় হাঁটার প্রয়োজন হলেও পা সুরক্ষিত থাকবে।
  • বের হওয়ার আগে পায়জামা বা প্যান্ট গুটিয়ে নিন। ছাতা ব্যবহারে জামা তো সুরক্ষিত থাকে। কিন্তু পায়জামা ভিজে যায় বৃষ্টির পানিতে হাঁটার সময়। তাই পায়জামা বা প্যান্ট একটু ওপর পর্যন্ত গুটিয়ে নিলে আরও সুরক্ষিত থাকবেন।
  • ব্যাগে রুমাল বা টিস্যু রাখুন। প্রয়োজনে মাথা বা মুখ মুছে নিতে পারবেন।
  • বৃষ্টিতে জলাবদ্ধ স্থানে হাঁটার চেষ্টা করবেন না। এতে গর্ত বা নালাতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যে স্থানে জলাবদ্ধতা থাকবে, সেই পথ রিকশা বা অন্য যানবাহনে পার হোন।
  • রেইন কোর্ট ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসগুলো রেইনকোর্টের ভেতরে নিলেই ভালো।
  • দূরের পথে যেতে হলে প্রস্তুতি আরও ভালোভাবে নিতে হবে। ব্যাগ প্যাকিংয়ের সময় হালকা জামাকাপড়, জুতা, চশমা ব্যবহার করলে এক্সট্রা চশমা নিয়ে নিন।
  • রাস্তায় চলাচলের মাঝে ঝোড়ো বাতাস হলে কোথাও থেমে যান। নিরাপদ স্থানে থাকুন। বাতাস থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • অফিসে বা শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বহন করতে হয়। সঙ্গে ল্যাপটপ থাকলে তা পানিনিরোধক কোনো ব্যাগে নিয়ে নিন। পলিব্যাগ রাখুন। এটি বৃষ্টির পানি থেকে ল্যাপটপকে নিরাপদ রাখবে। ল্যাপটপের ব্যাগের চেইন বন্ধ আছে কি না, খেয়াল রাখুন।