এই গরমে বিয়ে!

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৯:৪২ পিএম এই গরমে বিয়ে!
ডা. শারমিন সারা ● সংগৃহীত

গ্রীষ্মের প্রচণ্ড গরম প্রকৃতিজুড়ে। তাই বলে কি আর উৎসব আয়োজন থেমে থাকবে? মোটেই নয়! এই গরমে একটু বুঝেশুনে পোশাক নির্বাচন করলে বিয়ের মতো জমকালো আয়োজনেও দিব্যি থাকতে পারবেন স্বাচ্ছন্দ্যে। সাজটাও হওয়া চাই আবহাওয়া উপযোগী। আসুন জেনে কয়েকটি জরুরি তথ্য—

সম্রাট-সারা দম্পতি ● সংগৃহীত

● বৌভাতের অনুষ্ঠানে তুলনামূলক হালকা রঙের পোশাক পরাই ভালো।

● গরমের ব্রাইডাল মেকআপ একেবারেই আলাদা ধরনের হয়। শীতে যেমন একটু তৈলাক্ত মেকআপ ভালো দেখায়, গরমে তার উল্টোটা।

● গরমে সাধারণত ম্যাট মেকআপ দিয়ে বেজ করা হয়।

● চোখের মেকআপ বউয়ের পছন্দ অনুযায়ী হলেও কালো চোখের সঙ্গে স্মোকি মেকআপটা এড়িয়ে যাওয়ার চেষ্টাই থাকে।

ডা. শারমিন সারা ● সংগৃহীত

● ধূসর কন্টাক্ট লেন্সের সঙ্গে চমৎকার মানায় চোখের স্মোকি সাজ।

● বিয়ের সাজটা একটু গাঢ় হলেই ভালো দেখায়

● বিয়েতে বাঙালি নারীর পছন্দ লাল বেনারসি।

ডা. শারমিন সারা ● সংগৃহীত

● বেনারসির সঙ্গে সাজটা একটু গাঢ় হলেই ভালো দেখায়। বিশেষ করে রাতের সাজে জমকালো মেকআপই মানানসই।

● এ সময় বৌভাতের অনুষ্ঠানে তুলনামূলক হালকা রঙের পোশাক পরাই ভালো। ফিরোজা, গোলাপি, হালকা বেগুনির মতো রংগুলোতে বেশ স্নিগ্ধতা চলে আসবে সাজে। সঙ্গে সামার মেকআপ ও হালকা মেসি খোঁপা, ব্যস!  

জাগরণ/এমএ/লাইফস্টাইল/বিয়ে/এমএ