বর্ষপূর্তিতে দুর্দান্ত একটি আইসক্রিম প্যাকেজ এনেছে হোটেল স্যারিনা। যেনতেন আইসক্রিম নয়, ২৪ ক্যারেটের খাবারযোগ্য সোনায় মোড়ানো আইসক্রিম। দামেও কম যায় না। গুণতে হবে ৯৯ হাজার ৯৯৯ টাকা।
রোববার ( ১৭ জুলাই) হোটেল স্যারিনার ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়।
এরপরেই পোস্টটি রীতিমত ভাইরাল! ফেসবুকে বিভিন্নজন তাদের বন্ধুদের মেনশন ও ট্যাগ করে পোস্ট দিচ্ছে। বেশিরভাগ মানুষ চমকপ্রদ এই প্যাকেজ স্বাভাবিক ভাবে নিলেও, কেউ কেউ মজাও করছে।
হোটেল স্যারিনা, ঢাকার রিসিপশন বিভাগে ভাষ্যমতে, প্রতিষ্ঠানটির ১৯তম বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতেই চমকপ্রদ এই আয়োজন।
প্রতিষ্ঠানটির রিসিপশন বিভাগে কর্মরত রিফাত ইসলাম গণমাধ্যমকে জানান, ৯৯ হাজার ৯৯৯ টাকার আইসক্রিম প্যাকেজ কিনলেই পাবেন হোটেল স্যারিনায় এক রাত (লাক্সারিয়াস ইমপেরিয়াল সুইট) থাকার সুযোগ। সঙ্গে ব্রেকফাস্ট ফ্রি।
তিনি আরও বলেন, সাধারণত দুই ধরনের গোল্ড বাজারে পাওয়া যায়। একটি ব্যবহারযোগ্য, অপরটি খাবারযোগ্য। খাবারযোগ্য গোল্ড দুবাইসহ বিশ্বের ধনী শহরগুলোতে বেশ জনপ্রিয়। আমরা আইসক্রিমে এই খাবারযোগ্য গোল্ডই ব্যবহার করছি। এটি দুবাইয়ের ২৪ ক্যারেটের খাটি গোল্ড দিয়ে বানানো হয়েছে।
হোটেল স্যারিনায় এক রাত (লাক্সারিয়াস ইমপেরিয়াল সুইট) থাকার জন্য ন্যূনতম ৪০ হাজার টাকা খরচ হয়। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আইসক্রিমের প্যাকেজে। কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে এই প্যাকেজটি গ্রহণ করতেই পারেন।
যে কেউ চাইলেই লাখ টাকার আইসিক্রমের প্যাকেজটি নিতে পারবেন। তার আগে হোটেলের বুকিং দিতে হবে।
জাগরণ/জীবনযাপন/এসএসকে