বইমেলা-২০২১

তৃতীয় দিনে জমে উঠছে বইমেলা, বিক্রি কম

রেজওয়ান সিদ্দিকী অর্ণ প্রকাশিত: মার্চ ২০, ২০২১, ০৭:৫৫ পিএম তৃতীয় দিনে জমে উঠছে বইমেলা, বিক্রি কম

নতুন বইয়ের গন্ধ জড়ানো মাদকতাময় পরিবেশে জমে উঠতে শুরু করেছে বইমেলা।শনিবার তৃতীয় দিনে সাপ্তাহিক ছুটি হওয়ায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। তবে বই বিক্রির হার কম বলছেন প্রকাশনা সংস্থাগুলোর বিক্রয়কর্মীরা। সেজন্য প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।

অনন্যা প্রকাশনীর ব্যবস্থাপক হাফিজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি হয়নি। আমার মনে হয় প্রচার ঠিক মতো হচ্ছে না। সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরও বিক্রি নেই। বেশিরভাগ মানুষ বই দেখছেন। কিনছেন না।” 

অক্ষর প্রকাশনীর বিক্রয়কর্মীর মাহবুব হোসেন বলেন, “শুক্রবারের তুলনায় আজকে বিক্রি কম। শনিবারে অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকে, সে কারণে হয়তো অনেকে আজ মেলায় আসতে পারেননি। আশা করছি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে।”

কথা প্রকাশের স্টল ইনচার্জ জাফরুল ইসলাম মনে করেন, বইমেলা ঠিক সময়ে না হওয়ায় কারণে পাঠক কমে গেছে।

জাফরুল ইসলাম বলেন, “প্রতিবার বইমেলা ফেব্রুয়ারিতে হয়। কিন্তু এবার পিছিয়ে মার্চে হচ্ছে। সেকারণে পাঠক কমে গেছে। ফলে বিক্রিও কম। তাছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। করোনার কারণেও অনেকে বইমেলায় আসতে চাচ্ছেন না। সবমিলিয়ে এবার বইমেলা বিক্রি কিছুটা চ্যালেঞ্চের মুখে পড়েছে।”

তবে যেসব বইপ্রেমী দর্শনার্থী বই কিনছেন, তাদের বেশিরভাগের পছন্দের শীর্ষে উপন্যাসের বই। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো পাঠক কিনছেন। ছোটদের বইও তুলনামূলকভাবে ভালো বিক্রি হচ্ছে। 

এদিকে গল্প, উপন্যাস, কবিতাসহ সব মিলিয়ে বইমেলার তৃতীয় দিনে একশ ৪টি নতুন বই প্রকাশ পেয়েছে। এরমধ্যে যেমন আছে নতুন লেখকের বই, তেমনি আছে জনপ্রিয় লেখকদের বই।

এদিন বাংলা একাডেমির মূল মঞ্চে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বাধীনতার ঘোষণাপত্র’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন আবুল হোসেন। আলোচক হিসেবে ছিলেন ফওজুল আজম ও আবুল কাশেম। সভাপতিত্ব করেন খুরশীদা বেগম। 

বইমেলার অন্যতম আকর্ষণ ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শাহেদ কায়েস, অনুবাদক আবদুস সেলিম, গবেষক আঁখি হক। আয়োজনটির উপস্থাপনা করেন স্বকৃত নোমান, মনি হায়দার ও মোজাফফর হোসেন।