ফাওজিয়া অতসীর ‘গল্পের একটা বাড়ি’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০২:২০ পিএম ফাওজিয়া অতসীর ‘গল্পের একটা বাড়ি’

‘অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহা ফাওজিয়া অতসীর একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। তরুণ এই লেখিকার গল্পের বইয়ের নাম ‘গল্পের একটা বাড়ি’। বইটি প্রকাশ করেছে ‘অন্বয় প্রকাশ’।

‘গল্পের একটা বাড়ি’ বইটিতে পাঁচটি গল্প। পাঁচটি গল্প পাঁচরকম পটভূমি আর পাঁচরকম স্বাদের। গল্পগুলো হলো : গল্পের একটা বাড়ি, মেঘবতীর কথা, স্বপ্নঘুড়ি নীল আকাশে, ও প্রজাপতি  এবং একটি ভয়ের রাত।

গল্পের বইটি সম্পর্কে অতসী বলেন, “গল্পের একটা বাড়ি আমার লেখা সপ্তম বই। এবারের বইমেলায় এসেছে। পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে গল্পের একটা বাড়ি। আশা করছি সবার ভালো লাগবে। বাবার অনুপ্রেরণায় লেখালেখি শুরু। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে লেখালেখি। নিরলস ভাবে সাহিত্যচর্চা করতে চাই।”

ফারহা ফাওজিয়া অতসী ছবি আঁকেন, আবৃত্তি করেন, গল্পও লেখেন। গল্প লিখে, আবৃত্তি করে ও ছবি এঁকে অনেক পুরস্কারও পেয়েছেন। 

অতসীর ‘গল্পের একটা বাড়ি’ বইটি বইমেলায় অন্বয় প্রকাশের ৩৫৫ নম্বর স্টলে পাওয়া যাবে।