জলঢোঁরা হয়ে বেঁচে আছি প্রিয়
আমাকে বলো না ফণা তুলে দাঁড়ানোর কথা
আমার শরীর থেকে খসে পড়ে গেছে
যৌবনের সোনালি খোলসটুকু
আমি জলঢোঁরা আমি নির্বীর্য ভীষণ
মিছিলের কণ্ঠ শুনে ভয়ে কাঁপি
মানুষের শব্দে খুব শঙ্কা জাগে
কে কোথায় কীভাবে মরেছে
কে আবার কীভাবে রয়েছে বেঁচে
কোথায় ক্যাসিনো থেকে ঝরঝর মুদ্রা গলে পড়ে
কোথায় বালিশ তুলে সহস্র টঙ্কায়
কী আসে কী যায় বলো
কেবল বাঁচার শর্তে মেরুদণ্ড গলে গেছে যার
আমাকে ডেকো না আর
তোমাদের প্রতিবাদী সভায় মিছিলে
আমি জলঢোঁরা সাপ জলেতে গড়াই