মলি সিদ্দিকার ‘বুনো আঁধার’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ১১:৪৫ এএম মলি সিদ্দিকার ‘বুনো আঁধার’

একুশে বইমেলা-২১২১-এ প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়াপ্রবাসী মলি সিদ্দিকার কাব্যগ্রন্থ ‘বুনো আঁধার’। এটি তার প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশ করেছে নন্দিতা প্রকাশ।

নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন মলি সিদ্দিকা। পরে বহুজাতিক কোম্পানিতে কাজ এবং শিক্ষকতা করেন। 

শিল্প, সাহিত্যপ্রেমী এই লেখিকা ২০০৬ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান। তিনি অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি থেকে মানবাধিকার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করেন। সরকারি স্কুলে কাজ করার পাশাপাশি মানবাধিকার সংস্থাতেও সম্পৃক্ত আছেন। 

তার অনেক লেখাতেই এই দেশপ্রেম ফুটে উঠেছে। সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালোবাসা-ঘৃণা, প্রতিবাদ সবকিছুই ঢেকে রাখা অন্ধকার গহ্বর থেকে উঠে আসা ধ্বনি হয়ে মলাট বদ্ধ হয়েছে অনেক যত্নে বুনো আঁধারে। প্রকৃতিও তাঁর লেখায় একটা বড়  জায়গা করে নিয়েছে। 

বুনো আঁধার 
প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০২১ 
প্রকাশক : নন্দিতা প্রকাশ (স্টল নম্বর ৯৪, ৯৫, ৯৬)