১৪ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা।
শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এক বার্তায় এ তথ্য জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “আগামী ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলার আয়োজন। করোনার পরিস্থিতি কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সভাপতি ফরিদ আহমেদ বলেন, “সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা আমাদের মতো করে মেলার বই-পুস্তক সরিয়ে নেব।”
এর আগে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চালানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন যাচ্ছে সরকার।