কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০১:৩৭ পিএম কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান কবি শঙ্খ ঘোষ। 

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে তাঁর দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকেই বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর কোনো জ্বর নেই। খানিকটা শারীরিক দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর অবস্থা স্থিতিশীল। 

আপাতত বাড়িতে রেখেই শঙ্খ ঘোষের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন কবি শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয় বেশ কয়েকবার। করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দুদিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। শারীরিক অসুস্থতার কারণে কয়েক বছর ধরে একপ্রকার গৃহবন্দিই রয়েছেন কবি।

কবি শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।