কথাসাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৬:৩৯ পিএম কথাসাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ

হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন কথাসাহিত্যিক, সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়।

সোমবার মধ্য রাতে কলকাতার গড়িয়াহাটের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার রাতেই ফেসবুকে পোস্ট করেছিলেন জলরঙে আঁকা একটি ছবি। ক্যাপশনে লিখেছিলেন—“ওরে ঝড় নেমে আয়।” এর কয়েক ঘণ্টা পরেই জীবন-মৃত্যুর ঝড় এলোমেলো করে দিল সবকিছু।

জানা গিয়েছে, বাথরুমে সংজ্ঞা হারান শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সকালে তাঁর মেয়ে গিয়ে ওই অবস্থায় দেখতে পান তাঁকে। এরপর শীর্ষকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন ও অনুরাগীরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শীর্ষর ডায়েবেটিস ছিল। সোমবার রাতেও সুস্থ ছিলেন তিনি। কিন্তু এরপরই ঘটে যায় অঘটন।

কলকাতার একাধিক দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। জার্মানিতে ডয়চে ভেলে বেতারের বাংলা বিভাগেও কাজ করেছেন তিনি।

বেশ কিছু উপন্যাস ও ছোটগল্প, প্রবন্ধ লিখেছেন এই সাহিত্যিক। তাঁর লেখা উপন্যাস ও ছোটগল্প বেশ জনপ্রিয় ছিল পাঠকদের মধ্যে। উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শার্দূলসুন্দরী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা উপন্যাস ইথারসেনাও তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪।

শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক মহল।