বৃষ্টি আসছে ধেয়ে

শেখর বরণ প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১০:৩১ পিএম বৃষ্টি আসছে ধেয়ে
কবি-শেখর বরণ

 

বৃষ্টি আসছে ধেয়ে

শেখর বরণ

মেঘমল্লার রাগে বাজছে কোথাও সেতার
ভেসে আসছে সাত-সকালে বাণীহীন সুর তার
দূর থেকে আসে শীতল পরশ ছেয়ে
ছায়াবিথীতলে বৃষ্টি আসছে ধেয়ে।।


বন পল্লবের মর্মর গানে অরণ্যানী জাগে
অন্তরস্থলে ওঠে জাগরণ গভীর অনুরাগে
চির-বিরহী ডাহুকী ডাকে, চাতকী চেয়ে থাকে
প্রতিক্ষায় তারা অধীর আকাঙ্খা ভরে
একটু পরেই আসবে অন্ধকার করে 
মেঘমেদুর বরষা গন্ধস্নিগ্ধ মেয়ে
বনছায়াতলে বৃষ্টি আসছে ধেয়ে।।


কদম-কেয়া-কামিনী-বেলী, বকুলের বাস মেখে
চারিদিকে ওঠে গুন্জরণ এ-সব দেখে দেখে
জারুল বনে নাচের দোলা 
যেন মন কেমনের খেলা
ব্যাঙেরা নাচে ছপাৎ ছপাৎ মেঘের গুরু গর্জনে
দিনের আলো আঁধারে গেছে নেয়ে
হদয়ে হদয়ে বৃষ্টি আসছে ধেয়ে।।


ময়ুরীর নাচ পেখম মেলেছে
মন-ময়ুরের কাঁপণ জেগেছে
বরষারা সব দল বেঁধে আসে তেড়ে
পায়ে ঝুমুর নূপুর গুন্জন ঝরে
বিরহীমন উদাসী দাওয়ায় একা কার কথা ভাবে
ডালে-ডালে ফেরে শুমচা গান গেয়ে
মহা-কলরোলে বৃষ্টি আসছে ধেয়ে।।