ব্যাকুলতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৭:১৯ পিএম ব্যাকুলতা
ডা. সাইদুর রহমান

।। ডা.সাইদুর রহমান

দেখা-সে তো বহুদিন আগে হয়েছিলো
নিয়নের হলুদ আলোয় 
শহর যখন ঢাকা পড়েছিলো।
এক পা এক পা করে দুরে সরেছিলে
 মনে পড়ে কি ,ঠিক কবে ভালোবেসেছিলে?
কি অদ্ভুত তাই না 
থাকি এক আকাশের নিচে কিন্তু আমাদের আর দেখা হয়না ।
মেঘ রোদের লুকোচুরিতে শরীর ভীষণ ক্লান্ত সে ছিলো 
এক মরীচিকা মন যদি তা জানতো।
আবার যদি হঠাৎ মহুয়ার গন্ধে মিশে 
ঘুরি তোমার হাত ধরে সেই কংসাবতীর তীরে
কোনো এক কোকিল ডাকা বসন্তের বিকালে ,
পুনরায় যদি বাঁধি সুগন্ধি হতে রাজি আবারও বন্দী
এলোমেলো তোমার চুলে পলাশ রাঙ্গা খোঁপার ফুলে।