বৃ্হস্পতিবার (৩১ মার্চ) জাতীয় শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজিত ড. মুসলিমা জাহান ময়নামতির 'টাইমলাইন' গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানটি পরিচালনা করেন। উদ্বোধন করেন লেখক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান চিরঞ্জীব মুজিবের প্রযোজক লিটন হায়দার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
বক্তব্যে ড. মুসলিমা জাহান ওরফে ময়নামতি বলেন, সমাজের যে সকল অসংগতি সমাধান করলে জীবন আরো সুন্দর হয়ে উঠতে পারে, পরবর্তী প্রজন্ম আরো বড় পরিসরে চিন্তা-চেতনা নিয়ে বেড়ে উঠতে পারে, সেসব বিষয় অবতারণা করেছি। কোথাও সমাধান দিয়েছি, কোথাও পাঠকের ওপর ছেড়ে দিয়েছি যাতে তারাও তাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারে, চিন্তা করতে পারে।
তিনি বলেন, লেখা একটি দায়বদ্ধতা। সামাজিক উন্নয়নে, মূল্যবোধের উন্নয়নে আমার লেখা পাঠককে ভাবতে শেখাবে, সমস্যা চিহ্নিত করে তার সমাধান করতে শেখাবে। আমার পরিশ্রম তাতেই সার্থক হয়ে উঠবে।
বক্তব্য প্রদান, আবৃত্তি ও আলোচনায় আরো অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মঞ্জুর মুর্শিদ তুহিন, ড. ফোরকান উদ্দিন আহমেদ, অভিনেতা আব্দুল নূর সজল, কবি আরিফ ময়নুদ্দিন, বিশিষ্ট আইনজীবী কবীর শেখ আব্দুল হক চাষি, কবি ইকবাল হোসেন, লেখক প্রকাশক হুমায়ুন কবির, কবি ও গীতিকার এম আর মঞ্জু, বিশিষ্ট আবৃত্তিকার রোকসানা লাকি, নজরুল বিশেষজ্ঞ উজ্জ্বল ওয়াসি, কবি ইসরাত মিতু, কণ্ঠশিল্পী প্রীতি স্পর্শ, কবি রওশনারা, প্লানচেট লেখক কাপ্তান নুর, অভিনেত্রী রওনক বিশাকা শ্যামলী, কণ্ঠ শিল্পী চিত্রা সাহা, কবি শাহেদ ফারসি, সমাজসেবক সালাম মোল্লা, কবি নুসরাত জাহান এবং কথা সাহিত্যিক আহমেদ মুনীর প্রমুখ।
এসকেএইচ//