বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা

অনুমতি ছাড়া একই সংস্থার নামে কার্যক্রম পরিচালনা বেআইনি

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ৬, ২০২৩, ১২:২৯ এএম অনুমতি ছাড়া একই সংস্থার নামে কার্যক্রম পরিচালনা বেআইনি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার নেতৃবৃন্দ ● সংগৃহীত

টানা চার দশক ধরে রবীন্দ্রনাথের সৃষ্টিকে দেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নিয়মিত কাজ করে চলেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। তারই ধারাবাহিকতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন (২৫ বৈশাখ) উপলক্ষে ৩৪তম ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’ আয়োজন করেছে সংস্থাটি। আগামী ১২ ও ১৩ মে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে কথা প্রসঙ্গে সংস্থার সভাপতি তপন মাহমুদ, নির্বাহী সভাপতি আমিনা আহমেদ ও সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়ার কণ্ঠে উঠে আসে ক্ষোভ ও অভিমানের সুর। কারণ, ঠিক একই নামে আরও একটি সংগঠন নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যার ফলে দুটো সংগঠনকে ঘিরে তৈরি হচ্ছে নানা বিভ্রান্তি, সন্দেহ আর সমালোচনা। যা এই শিল্পীদের জন্য যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সভাপতি তপন মাহমুদ ও সম্পাদক পীযূষ বড়ুয়ার নেতৃত্বাধীন আড়াই শতাধিক সদস্যের সমৃদ্ধ সংগঠন ‘বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা’ থেকে কিছু সংখ্যক সদস্য বেরিয়ে একই নামে আরেকটি সংগঠন দাঁড় করান। অথচ রাষ্ট্রীয়ভাবে সেই সংগঠনটির কোনও দাফতরিক অনুমোদন নেই।

বক্তব্য রাখছেন আমিনা আহমেদ, বামে রফিকুল আলম এবং ডানে পীযূষ বড়ুয়া

প্রসঙ্গটি টেনে সংস্থার সাধারণ সম্পাদক পীযুষ বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন নামে আমাদের সংগঠনটি বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানির অধীনে নিবন্ধিত। নিবন্ধিত সংঘ স্মারকের ক (১) ধারা অনুযায়ী, কেবল সরকারি ও আর্থিক যোগাযোগ ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংগঠনটি ১৯৮৮ সালের ২৭ মে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ও জনপ্রিয় নাম ‘বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা’ হিসেবেই পরিচালিত হবে। অথচ আমরা দেখতে পারছি, এই নিয়ম অমান্য করে একই নামে আরেকটি সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা আমাদের সবার জন্য বিব্রতকর এবং আইন অমান্যের সামিল।’

তিনি আরও বলেন, ‘এই ফাউন্ডেশন রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের সক্রিয় অংশগ্রহণে ‘বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা’র ব্যানারে রাজধানী ঢাকায় (মূল সংগঠন/শাখা) এবং বাংলাদেশের প্রতি বিভাগ ও জেলায় একটি করে বিভাগীয়/ জেলা শাখা গঠন, ঢাকা মহানগরের জন্য একটি আলাদা মহানগর শাখা গঠন এবং দেশের বাইরে কোনও দেশ বা সে দেশের রাজধানী বা যে কোনও শহর ভিত্তিক শাখা গঠন করতে পারবে, যা ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। এর বাইরে কোনও ব্যক্তি বা তথাকথিত সংগঠন এই সংস্থার সুনাম ব্যবহার করে অনুমতি ব্যতিরেকে একই নামে কোনও কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি করে সেটি হবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। যারা অনুমতি ছাড়া এই সংস্থার নাম ব্যবহার করবেন তারা নিশ্চিতভাবে আইনি জটিলতায় পড়বেন।’

সংস্থার উপস্থিত নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে নির্বাহী সভাপতি আমিনা আহমেদ বলেন, ‘শুদ্ধ সংস্কৃতি বিকাশের পথে নানাবিধ প্রতিবন্ধকতা যেন আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছেই ফিরিয়ে নিয়ে যায়। রবিঠাকুর প্রতিক্ষণ আমাদের জাতীয় এবং বাঙালি প্রাত্যহিক জীবনের জন্য প্রাসঙ্গিক। আমরা সুস্থ সঙ্গীত বিকাশে ভবিষ্যৎ বংশধরদের জন্য পঙ্কিলতা মুক্ত একটি সুন্দর সংস্কৃতিবান্ধব আগামী গড়ার সংগ্রামে লড়াই করে চলেছি। বাংলাদেশ  রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা দীর্ঘ ৩৫ বছর ধরে সেই লক্ষ্যেই কাজ করেই যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

সভাপতি তপন মাহমুদ অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়াল বক্তৃতাতে বলেন, ‘সূচনা লগ্ন থেকেই রবীন্দ্রসঙ্গীত সংস্থা যে মহৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়ে আসছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, এই সংস্থা তার মহৎ উদ্দেশ্য থেকে বিন্দুমাত্র সরে আসবে না।’

সংস্থার আজীবন সদস্য রফিকুল আলম বলেন, ‘রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাথে আমার আত্মিক সম্পর্ক সেই সূচনা লগ্ন থেকেই। এই সংগঠন যে উদ্দেশে গঠিত হয়েছে তার সাথে আমার আদর্শের মিল রয়েছে। রবীন্দ্রসঙ্গীত  আমাদের সদা জাগ্রত রাখে ও প্রেরণা দায়ী। বছর বছর সঙ্গীত উৎসবের মাধ্যমে এই সংস্থা যেভাবে সংস্কৃতিমনা মানুষকে জাগিয়ে রেখেছে, আশা করি তা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, যে গোষ্ঠী বা গোষ্ঠীসমূহ দেশের সংস্কৃতিমনা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে ওই অপশক্তিকে প্রতিহত করতে হবে।’

বক্তব্য রাখছেন আমিনা আহমেদ, বামে রফিকুল আলম এবং ডানে পীযূষ বড়ুয়া

সংবাদ সম্মেলনে জানান হয়, দুই দিনের উৎসবে দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী ছাড়াও সংস্থার শতাধিক দলীয় ও একক পরিবেশনায় অংশ নেবেন। অনুষ্ঠানের সূচনা হবে প্রথা অনুযায়ী পর পর তিনটি কোরাসের মধ্য দিয়ে। এরপর দেয়া হবে গুণীজন সম্মাননা। প্রথম দিন (১২ মে) অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্ব উদ্বোধন ও গুণীজন সম্মাননা। দ্বিতীয় পর্ব শুরু সন্ধ্যা ৬টায়। পরের দিন ১৩ মে (শনিবার) অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। এদিনও দেশ সেরা আবৃত্তি ও কণ্ঠশিল্পীরা অংশ নেবেন। এদিনের সূচনাতেও থাকবে সংস্থার প্রথা অনুযায়ী পর পর তিনটি কোরাস। উৎসব সবার জন্য উন্মুক্ত থাকছে।

এবারকার জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের প্রতিপাদ্য ‘করিস নে লাজ, করিস নে ভয়/ আপনাকে তুই করে নে জয়...’। এবারের উৎসবে দুই গুণীজনকে বিশেষ সম্মাননা দেয়া হবে। তারা হলেন কিংবদন্তি গিটার শিল্পী এনামুল কবীর ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। উদ্বোধনী দিনে এই দুই গুণীর হাতে সম্মাননা তুলে দেবেন উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। সভাপতিত্ব করবেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ।

এবারের উৎসবে পুরস্কৃত হবে তাঁরা

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সংস্থার আজীবন সদস্য রফিকুল আলম।  অন্যদের মধ্যে খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, তানজিমা তমা, অনিকেত আচার্য, কনক খান, আবদুর রশিদ, রিফাত জামাল, শর্মিলা চক্রবর্তী, আহমাদ মায়া আখতারী, জাফর আহমেদ, নির্ঝর চৌধুরীসহ আরও অনেকে। 

জাগরণ/সংস্কৃতি/কেএপি/এমএ