প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দীন মোহাম্মদ আই হসপিটালে অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সোমবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দীন মোহাম্মদ আই হসপিটালে অপারেশন-পরবর্তী চক্ষু পরীক্ষা করিয়েছেন।
তিনি বলেন, সেখানে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেয়া হয়।
ডা. দীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন বলে খোকন জানান।
এসএমএম