এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জি এম কাদের 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৭:৩০ পিএম এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জি এম কাদের 
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ - ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা এবং রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহোদর ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বুধবার (২৬ জুন) সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। 

তিনি আরো জানান, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে। তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।  

জেড এইচ/টিএফ