মতিঝিলে ৯৪ মোবাইল ফোনসহ ৬ ছিনতাইকারী আটক 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০৫:৩৩ পিএম মতিঝিলে ৯৪ মোবাইল ফোনসহ ৬ ছিনতাইকারী আটক 

রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে মোবাইল ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। আটকরা হলো- ইবলু (৩৮), দ্বীন-মোহাম্মদ (৪৫), কাউসার খাঁন (৩২), মো. মামুন (৩৬), মো. জামাল উদ্দিন (২৩) ও মো. ইউসুফ মিয়া (৩৫)।

বুধবার (২৬ জুন) দিবাগত রাতে র‌্যাব-৩ ব্যাটালিয়নের একটি দল জাতীয় ক্রীড়া পরিষদের গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‌্যাব-৩ এর অভিযানিক দলের এক সদস্য জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোবাইল ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ছিনতাইকৃত ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন সদস্যরা জানতে পারে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় ছিনতাইকৃত মোবাইল ফোন নিজের কাছে রেখে ঢাকা মহানগরী ও আশ পাশের এলাকায় বিক্রি করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
 
এইচ এম/বিএস