গ্রিন রোডে দোকানে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০১৯, ০৮:৪২ এএম গ্রিন রোডে দোকানে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু


রাজধানীর গ্রিনরোডে দগ্ধ ৪ শ্রমিকের মধ্যে রাসেল শেখ (৩০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। গতকাল রোববার (৩০ জুন) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ইউনিটে তার মৃত্যু ঘটে।

রাসেলের বোন রাশিদা আক্তার জানান, রাতে চিকিৎসকরা তার ভাইকে মৃত বলে ঘোষণা করে। তাদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। তার বাবার নাম বাদল শেখ। সে থাকতো কেরানীগঞ্জ রসুলপুর এলাকায়। কাজ করতো টেক্স কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেলের শরীরে ৬২ শতাংশ দগ্ধ ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এর আগে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালের পাশের একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় আহত আরও তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মো. ফয়েজ (২৩), লতিফ (২০) ও সুজন (১৯)।

এইচএম/আরআই