তিন দিনের সফরে মঙ্গলবার (০৯ জুলাই) ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন ।
তিনি বুধবার (১০ জুলাই) থেকে ঢাকায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন। বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রতিনিধিও ঢাকায় আসছেন।
জলবায়ু বিষয়ক সম্মেলন শেষে বান কি মুন ১১ জুলাই বাংলাদেশ ত্যাগ করবেন। এক সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা বান কি মুন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন। বান কি মুন ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের অগ্রযাত্রার গল্প বিশ্বব্যাপী তুলে ধরেছেন। জাতিসংঘ মহাসচিবের পদ ছাড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বান কি মুনের কথা অনেকেই বিবেচনা করছিলো। তবে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন।
জেড এইচ/বিএস