ধর্ষণের বিরুদ্ধে পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান প্রধামন্ত্রীর

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৬:২০ পিএম ধর্ষণের বিরুদ্ধে পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান প্রধামন্ত্রীর
গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধর্ষণের বিরুদ্ধে নারী সমাজের পাশাপাশি পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ধর্ষণ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। যারা ধর্ষণ করে তারা মানুষ নয়। এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়া উচিত তা আমরা নিবো।  

চীনে পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে সোমবার (৮ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, আমাদের পুরুষ সমাজকেও বলব ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে । এই ধরনের জঘন্য কাজের বিরুদ্ধে পুরুষ সমাজেরও বোধহয় একটা আওয়াজ তোলা উচিত। শুধু নারীরাই চিৎকার করে যাবে নাকি? আমরা নির্যাতিত হয়ে সব চিৎকার করব আর নির্যাতনকারী ও তাদের স্বজাতি যারা আছে তাদেরও এব্যাপারে একটু সোচ্চার হওয়া উচিত বলে মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ কিন্তু সব দেশেই হচ্ছে। মেয়েরা এখন অন্তত পক্ষে সাহস করে বিষয়টা শেয়ার করে। আমাদের দেশে এমন একটা সময় ছিল, সামাজিক লজ্জার ভয়ে অনেকেই বলতেই পারতো না। আর এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিচ্ছি। সঙ্গে সঙ্গে এদেরকে ধরা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নিচ্ছি।

তিনি বলেন, ওই (সামিয়া)যে শিশুটাকে ধর্ষণ করল তাকে কিন্তু ঠিকই পুলিশ খুঁজে বের করেছে। গ্রেফতারও করা হয়েছে। সে স্বীকারও করেছে। এই ধরনের নোংরা জঘন্য কাজ যারা করছে এরা মানুষ না। কাজেই এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ব্যবস্থা নেবো।

জেড এইচ/বিএস 
 

আরও সংবাদ