সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের নির্দেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ০৪:৪৯ পিএম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের নির্দেশ
ডিসি সম্মেলনের প্রথম বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ -ছবি : জাগরণ

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি সততার সঙ্গে বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। 

রোববার (১৪ জুলাই) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলন ২০১৯ এর প্রথম কার্যদিবসে প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক এক প্রশ্নর জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় কোনো অনিয়মের প্রশ্রয় দেয়া হবে না। কোনো রাজনৈতিক পরিচয় যাতে মূখ্য না হয়, সেদিকে যেন গুরুত্ব দেয়া হয়। 


এমএএম /একেএস

আরও সংবাদ