১৫ আগস্ট 

‘ধানমণ্ডিতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা’

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৩:৩৮ পিএম ‘ধানমণ্ডিতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা’
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল- ছবি: সংগৃহীত

১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘরের আশপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান 

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৬ টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে সকাল সাড়ে ৭টায় বনানীর কবরস্থানে সেদিন নিহত বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের কবরে শ্রদ্ধা জানাবেন। তিনি এখানে ফাতেহা পাঠ করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে হেলিকপ্টার যোগে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়াতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ করবেন এবং বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। 

মন্ত্রী জানান, এজন্য রাজধানীসহ গোপালগঞ্জেও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় শোক দিবস নির্বিঘ্নে উৎযাপনের জন্য সরকার সারাদেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 

এমএএম /টিএফ

আরও সংবাদ