সেপ্টেম্বরে ডেঙ্গু নিয়ন্ত্রণের টার্গেটে এগোচ্ছে সরকার: মেয়র খোকন

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০২:১৮ পিএম সেপ্টেম্বরে ডেঙ্গু নিয়ন্ত্রণের টার্গেটে এগোচ্ছে সরকার: মেয়র খোকন
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন; ফাইল ফটো


সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের টার্গেট নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।  

রোববার দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের প্রতিটি সংস্থা তাদের সর্বশক্তি দিয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করে চলেছে। এর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পাড়ায় মহল্লায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের নাগরিক ডেঙ্গু মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আগামী সেপ্টেম্বরের পহেলা সপ্তাহকে সামনে রেখে এই ডেঙ্গু মোকাবেলায় দিনরাত কাজ করে চলেছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনসচেতনতা জনজাগরণে পরিণত হতে চলেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি আশা করছি, খুব শিগগিরই নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে কমে আসবে ইনশাল্লাহ।”

তিনি বলেন, ‘আল্লাহ রব্বুল আল-আমিন যদি মেহেরবানী করেন, যদি রাজি খুশি থাকেন; ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে।’ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে কমে আসবেন বলেও এ সময় জানান মেয়র।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, শাহ আলম মুরাদ প্রমুখ।

আরআই

আরও সংবাদ