ম্যাচ ফিক্সিং প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছর জন্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আজ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসেন। নিষেধাজ্ঞার ৪ দিন পর রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। বেলা ১১টার কিছু পর বেরিয়ে যান। এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব। কী কারণে তিনি দুদকে এসেছিলেন- এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন সাকিব। পূর্বনির্ধারিত একটি বিষয়ে আলোচনা করতেই সাকিব দুদকে আসেন।
দুদক কর্মকর্তা সূত্রে জানা যায়, সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত। তাকে আইসিসির নিষেধাজ্ঞার পরে শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কি না এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই আলোচনার জন্য দুদকে ডাকা হয়েছে।
এইচএস/ এফসি