জাতীয় সংসদ

শারীরিক দূরত্ব বজায় রেখে চলছে সপ্তম অধিবেশন

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৫:২১ পিএম শারীরিক দূরত্ব বজায় রেখে চলছে সপ্তম অধিবেশন
সংসদ টিভির সৌজন্যে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মোতাবেক কোভিড-১৯ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখেই একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়েছে।

অধিবেশনের শুরুতে সংদস সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুকে শোক প্রস্তাব আনা হয়। এরপর ওপর আলোচনায় অংশ  নিয়েছেন সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শাহজান খান, মশিউর রহমান রাঙ্গা। 

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

অধিবেশন যোগ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অল্প সংখ্যক সংসদ সদস্য অংশ নিচ্ছেন।

এই অধিবেশনের মেয়াদ জাতীয় সংসদের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত। সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।

শোকপ্রস্তাব গ্রহণের পর মূলতবি করার রেওয়াজ রয়েছে। এবারও তাই হবে।

কোভিডের এই মহাদুর্যোগে সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার বসার বাধ্য-বাধকতা রয়েছে।

সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসাবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্য-বাধকতা রয়েছে।

এসএসএম