চলছে ৫০ লাখ দুস্থের তালিকা তৈরির কাজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০৬:৪৪ পিএম চলছে ৫০ লাখ দুস্থের তালিকা তৈরির কাজ
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ৫০ লাখ দুস্থের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের রেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

তিনি জানান, এরই মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসকরা।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রেশন কার্ড তৈরিতে কোনও গাফিলতি যেন না হয়, তা কঠোরভাবে তদারকি করা হবে। কোনও অনিয়ম সহ্য করা হবে না।

দেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ত্রাণ সহায়তা বাড়াতে সাম্প্রতি ৫০ লাখ দুস্থের তালিকা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই কাজ শুরু করেছে স্থানীয় জনপ্রশাসন। তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সমন্বয় করে তাদের এ তালিকা করতে বলা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আরও জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিকে এগিয়ে নিতে এ তালিকা করা হচ্ছে। এখানে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই তালিকায় কেউ বাদ পড়লে তা যাচাই-বাছাই করার সুযোগ থাকবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

এসএমএম

আরও সংবাদ